Monday, April 5, 2021

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা সৌদির

আন্তর্জাতিক ডেস্ক:

পবিত্র রমজান মাসে ওমরাহ পালন অথবা মসজিদুল হারামে নামাজ আদায় করার নতুন নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, রমজানে কাবায় নামাজ আদায় করতে চাইলেও মুসল্লিদের শরীরে করোনার বিরুদ্ধে ইমিউনিটি তৈরি হতে হবে। খবর আলজাজিরা।

সোমবার সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন বা এক ডোজ টিকা নেওয়ার পর কমপক্ষে ১৪ দিন পার হয়েছে অথবা যারা করোনা আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সেরে উঠেছেন; শুধু তারাই এবার মসজিদুল হারামে নামাজ পড়ার বা ওমরাহ করার সুযোগ পাবেন।

তবে এ নিয়ম রমজানের পরে হজ মৌসুমেও বহাল থাকবে কিনা তা এখনও পরিষ্কার নয়।

 

The post রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা সৌদির appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3mmHNMK

No comments:

Post a Comment