Tuesday, April 27, 2021

ভারতে করোনায় মৃত্যু ছাড়িয়েছে দুই লাখ

আন্তর্জাতিক ডেস্ক :

করোনা মহামারিতে ভারতের পরিস্থিতি বর্ণনাতীত। প্রায় দু’সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে বেড়ে চলার পর দৈনিক মৃত্যুর সংখ্যা মঙ্গলবার কিছুটা কমলেও তা আবারও রেকর্ড সংখ্যায় বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩২৯৩ জন। আর এর মাধ্যমে মহামারি শুরুর পর থেকে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে করোনায় মৃত্যুর মোট সংখ্যা ছাড়িয়েছে দুই লাখের ঘর।

বুধবার (২৮ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন। সর্বশেষ এই সংখ্যা নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জনে।

গত কয়েকদিন ধরে ভারতে দৈনিক মৃত্যু আড়াই হাজারের ওপরেই রয়েছে। কিন্তু বুধবার সেই সংখ্যা ছাপিয়ে গেছে আগের সব পরিসংখ্যানকে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ২৯৩ জন।

এতে মোট মৃত্যুর সংখ্যা পার হয়েছে দুই লাখের ঘর। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৮৭ জনে।

ভাইরাসে আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে প্রায় সাড়ে ৯৬ হাজার। এর ফলে সেখানে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ ৭৮ হাজার।

এই বিপুল সংখ্যক সক্রিয় রোগীকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে ভারতের হাসপাতালগুলো। প্রতিদিনই বহু সংখ্যক রোগী মারা যাচ্ছেন কেবল অক্সিজেনের অভাবে।

সূত্র: এনডিটিভি, এএনআই

The post ভারতে করোনায় মৃত্যু ছাড়িয়েছে দুই লাখ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3eB1AVh

No comments:

Post a Comment