Wednesday, April 7, 2021

পাবলিক পরীক্ষার বিকল্প খুঁজতে কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের

ফাতেহ ডেস্ক :

করোনা পরিস্থিতিতে পাবলিক পরীক্ষার বিকল্প খুঁজছে সরকার। এ লক্ষ্যে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদকে আহ্বায়ক করে ১১ সদস্যের কমিটি করা হয়েছে। তারা বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে সরাসরি পরীক্ষার বিকল্প কোনো উপায় আছে কি না—তা খুঁজে বের করবেন।

অধ্যাপক নেহাল আহমেদ সাংবাদিকদের বলেন, করোনার যে ঊর্ধ্বগতি তাতে কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে তা আমরা বলতে পারছি না। এ অবস্থায় পাবলিক পরীক্ষা ও শ্রেণি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। স্কুল-কলেজও বন্ধ রয়েছে। তাই পড়ালেখা চালিয়ে যেতে বিকল্প কোনো উপায় খুঁজে পাওয়া যায় কি না—সে লক্ষ্যে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আমরা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে মতামত জানাব।

করোনার প্রাদুর্ভাবে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এসএসসি ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হয়েছে। এছাড়াও জেএসসি, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও স্কুলগুলোর কোনো পরীক্ষাই নেওয়া সম্ভব হয়নি। তবে এ বছর গত বছরের চেয়েও করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। তাই সরকার বিকল্প উপায় খুঁজছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শ্রেণি পরীক্ষা ও পাবলিক পরীক্ষা গ্রহণের বিষয়ে সুপারিশ করতে ১১ সদস্যের কমিটিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ডসহ অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড এবং দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিকে সদস্য করা হয়েছে।

The post পাবলিক পরীক্ষার বিকল্প খুঁজতে কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/39TuNcv

No comments:

Post a Comment