Saturday, March 12, 2022

পাগলা মসজিদের নামে মোবাইলে টাকা নেয় প্রতারক চক্র

ফাতেহ ডেস্ক:

সারাদেশেই কিছু প্রতারক পাগলা মসজিদের নামে টাকা নেয় বলে জানিয়েছেন কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসিজেদর ইমাম মুফতি মাওলানা মো. খলিলুর রহমান।

তিনি বলেন, আমি এই মসজিদের ইমাম। জীবনেও কারো কাছ থেকে ফুঁ দিয়ে বা দোয়া খয়রাত করে টাকা-পয়সা নেই না বা মসজিদের অন্য কোনো লোকও নেয় না। কিন্তু কিছু প্রতারক ইন্টারনেটে পাগলা মসজিদের নামে মোবাইল নম্বর দিয়েছে। সেই মোবাইল নম্বরে টাকা পাঠালে তারা তা আত্মসাৎ করে। এ বিষয়ে সবাইকে সাবধান থাকার অনুরোধ করছি।

মাওলানা মো. খলিলুর রহমান বলেন, কাউকে কোনো টাকা দেবেন না। আপনারা দান করলে সরাসরি পাগলা মসজিদে এসে টাকা দান করবেন।

কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক এ মসজিদটিতে আটটি লোহার দান সিন্দুক রয়েছে। প্রতি তিন মাস পর পর সিন্দুকগুলো খোলা হয়। করোনার কারণে এবারও ৪ মাস ৬ দিন পর শনিবার (১২ মার্চ) দান সিন্দুকগুলো খোলা হয়েছে। সিন্দুকগুলো থেকে এবার রেকর্ড ১৫ বস্তা টাকা পাওয়া গেছে।

এর আগে সর্বশেষ ৬ নভেম্বর দান সিন্দুকগুলো খোলা হয়েছিল। তখন রেকর্ড ৩ কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল। এবার ৪ মাস ৬ দিন পর দান সিন্দুকগুলো খোলা হলো।

The post পাগলা মসজিদের নামে মোবাইলে টাকা নেয় প্রতারক চক্র appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/nwQuUmO

No comments:

Post a Comment