Monday, March 28, 2022

রোজায় স্কুল খোলা রাখায় রিট

ফাতেহ ডেস্ক:

পবিত্র রমজান মাসে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিটের শুনানি হতে পারে আগামীকাল বুধবার (৩০ মার্চ)।

মঙ্গলবার (২৯ মার্চ) এমন তথ্য জানিয়েছেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

তিনি বলেন, অবকাশকালীন ছুটি চলছে এখন। কোর্টের সংখ্যা কম। রিট শুনানির বেঞ্চের সংখ্যা আরও কম। তবে আগামীকাল বুধবার ও পরের দিন বৃহস্পতিবার রিট শুনানির জন্য বেঞ্চ বসবে। বিচারপতি আবু তাহের মুহাম্মদ সাইফুর রহমান রিট ম্যাটার শুনবেন। আমি এই বেঞ্চে আমার আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করবো। আদালতকে অনুরোধ করবো সাবলিমেন্টারি তালিকা করে আমরা আবেদনটি শুনানির জন্য।

এর আগে গত রোববার ২৭ মার্চ পবিত্র রমজান মাসের ২০ তারিখ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।

সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ আবেদন দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রিট আবেদনে তিনি বলেন, বাংলাদেশে ৯০ ভাগ নাগরিক মুসলমান, তাদের ধর্ম ইসলাম। প্রথা ও রীতি অনুয়ায়ী রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে।

রিটে আরও বলা হয়েছে, যেহেতু রমজান মাসে শিক্ষকরা রোজা রেখে ক্লাসে লেখাপড়া শেখানোর বিষয়ে মনাযোগী হন না। এছাড়া করোনাভাইরাসের প্রকোপ এখনো যায়নি। এসব কারণে রমজান মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে আর্জি জানানো হয়েছে। আর রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে শ্রেণিকক্ষে পাঠদান দেওয়ার সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

The post রোজায় স্কুল খোলা রাখায় রিট appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/g3Q1qKL

No comments:

Post a Comment