Sunday, January 30, 2022

৪০ বছর বয়সীরা বুস্টার ডোজ নিতে পারবেন: স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

আজ থেকে ৪০ বছর বয়সীরা করোনার বুস্টার ডোজ নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার, রাজধানীর মহাখালীর বিসিপিএস অডিটোরিয়ামে দেশের করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৯ কোটি ৭০ লাখ প্রথম ডোজ, ৬ কোটির উপরে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে। ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে। এ মাসে সর্ব্বোচ্চ ৩ কোটি ৪০ লাখ টিকা দেয়া হয়েছে। আজ থেকে আমরা ৪০ বছর বয়সীদেরও করোনার বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এখন বাড়তি টিকার দরকার নাই। তাই চীন কিংবা ভারতের সাথে চুক্তি হলেও আমরা কাউকে টিকার জন্য চাপ দিচ্ছি না।

তিনি বলেন, দেশে প্রতিদিন ১০-১৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। আক্রান্ত বেশি হলে মৃত্যুও বাড়বে। অনেকের লক্ষণ থাকলে পরীক্ষা করাচ্ছেন না। মৃদু বলে ওমিক্রনকে হালকাভাবে নেয়া ঠিক হবে না।

তিনি আরও বলেন, ভাসমান মানুষদের জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়া হবে। যেহেতু এটি সিঙ্গেল ডোজের টিকা। এছাড়া বাস মালিক সমিতি, দোকান সমিতিসহ বিভিন্ন পেশাজীবিদের তাদের সমিতির মাধ্যমে টিকা দেয়া হবে।

The post ৪০ বছর বয়সীরা বুস্টার ডোজ নিতে পারবেন: স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/oqUp6dAm8

No comments:

Post a Comment