Monday, January 3, 2022

দেশে প্রাধান্য বিস্তার করছে ডেল্টা ধরন

ফাতেহ ডেস্ক :

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নয়, দেশে এখনও প্রাধান্য বিস্তার করছে ডেল্টা ধরন। সেই সঙ্গে মাস্ক না পরা, সামাজিক ও রাজনৈতিক সমাগম বাড়ায় সংক্রমণও বেড়েছে।

মঙ্গলবার সকালে এমন মন্তব্য করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. এএসএম আলমগীর।

ডা. আলমগীর বলেন, বাংলাদেশে এখনও ডেল্টা ভ্যারিয়েন্টেরই প্রাধান্য চলছে। ওমিক্রনের বিস্তার এখনও সেভাবে দেখা যাচ্ছে না।

‘ওমিক্রনের দুয়েকজন লোক পাওয়া যাচ্ছে। তবে যখন ওমিক্রন পাওয়া যাবে, তখন দেখা যাবে সবাই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। এটা শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ায় একই অবস্থা।’

তিনি বলেন, আমাদের এখানেও ওমিক্রন ছড়াবে। হয়তো আরও দুই-এক সপ্তাহ পর বোঝা যাবে।

The post দেশে প্রাধান্য বিস্তার করছে ডেল্টা ধরন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3zp4iHv

No comments:

Post a Comment