Wednesday, August 4, 2021

এক দিনে আরো ২৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ফাতেহ ডেস্ক:

দেশে করোনা বিপর্যের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতি ঘটছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রেকর্ড ২৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে স্বাস্থ্য অধিদফতরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।

তাদের মধ্যে ঢাকায় ২২১ জন এবং বাকি ১৬ জন ঢাকার বাইরে ভর্তি হয়েছেন।

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪ জন এবং ঢাকার বাইরে ৫৪ জন ভর্তি আছেন বলে কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৩ হাজার ৬৮৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ২ হাজার ৬১৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

তাদের মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে আটটি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে।

সূত্র : ইউএনবি

The post এক দিনে আরো ২৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3rTxToD

No comments:

Post a Comment