Wednesday, August 18, 2021

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪৪ লাখের কাছাকাছি

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বে মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যুর সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৩ লাখ ৯২ হাজার ১৩০ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৯২ লাখ ২২ হাজার ১৭ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৪৭৮ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার ৮৬১ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা তিন কোটি ৭১ লাখ ৪৮ হাজার ৮৭৭ জন এবং মৃত্যুবরণ করেছে ছয় লাখ ২৪ হাজার ২০৯ জন।

অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭১ হাজার ৬৬২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি চার লাখ ৫৭ হাজার ৮৯৭ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট তিন কোটি ২২ লাখ ৮৫ হাজার ৮৫৭ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৩২ হাজার ৫১৯ জনে।

The post বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪৪ লাখের কাছাকাছি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/37S8Glw

No comments:

Post a Comment