Monday, June 28, 2021

সংক্রমণ বাড়লে দেশে অক্সিজেন সংকট দেখা দিতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর

ফাতেহ ডেস্ক:

দেশে করোনার সংক্রমণ আরও বেড়ে গেলে অক্সিজেন সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে পরিস্থিতি মোকাবেলায় আগে থেকেই অক্সিজেন নিয়ে ভাবছে অধিদপ্তর।

সোমবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অধিদফতরের মুখপাত্র ও জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন এসব কথা বলেন।

এরইমধ্যে বিভিন্ন শিল্প-কারখানা ও অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে তারা। তবে সংকট এড়াতে করোনার বিস্তার কমিয়ে আনার ওপর জোর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

তিনি বলেন, দেশে যে পরিমাণ অক্সিজেন উৎপাদন হয় এটা দিয়ে এখন অক্সিজেনের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। তবে করোনা রোগী বেড়ে গেলে অক্সিজেন সংকট দেখা দিতে পারে।

রোবেদ আমিন বলেন, প্রতিবেশী ভারতে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ার সময় দেশটিতে অক্সিজেন সংকট তীব্র আকার ধারণ করেছিল। অক্সিজেনের অভাবে মারা গেছে অনেক রোগী। দেশে এমন পরিস্থিতি যাতে তৈরি না হয় সে ব্যাপারে সরকার আগে থেকেই সর্তক অবস্থায় রয়েছে।

The post সংক্রমণ বাড়লে দেশে অক্সিজেন সংকট দেখা দিতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3y1i7dn

No comments:

Post a Comment