Tuesday, June 15, 2021

কল পেলেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হবে পুলিশ

ফাতেহ ডেস্ক:

ফোন পেলেই রাজশাহী মহানগর পুলিশ কোভিডে আক্রান্ত রোগীদের বাসায় বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে। এ লক্ষ্যে ৫০টি সিলিন্ডার নিয়ে আজ মঙ্গলবার ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’-এর যাত্রা শুরু হয়েছে। অচিরেই এ সংখ্যা ১০০-তে উন্নীত হবে।

রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তরে আজ দুপুর ১২টার দিকে পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত রোগীদের শ্বাসকষ্টে অক্সিজেনের অভাব দেখা দেয়। এ সংকট থেকে সাধারণ জনগণ, দায়িত্বরত পুলিশ সদস্যসহ বিভিন্ন পেশাজীবী কোভিডে আক্রান্ত রোগীদের মহানগর পুলিশের পক্ষ থেকে বিনা মূল্যে অক্সিজেন দেওয়ার লক্ষ্যে রোগীদের চাহিদা অনুযায়ী বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার কার্যক্রমের যাত্রা শুরু হলো। দু-এক দিনের মধ্যেই এ সংখ্যা ১০০-তে উন্নীত করা হবে। পর্যায়ক্রমে প্রয়োজন অনুসারে আরও অক্সিজেন সিলিন্ডার সংযোজন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. মজিদ আলী, উপপুলিশ কমিশনার (সদর) মো. রশীদুল হাসান ও উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. সাজিদ হোসেনসহ মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

The post কল পেলেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হবে পুলিশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3zsKy5k

No comments:

Post a Comment