Wednesday, March 31, 2021

লকডাউনে যাচ্ছে তুরস্ক, রমজানে বন্ধ থাকবে রেস্টুরেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

আবার লকডাউন ঘোষণা করেছে তুরস্ক সরকার। মন্ত্রিসভার এক বৈঠকের পর প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন। তুরস্কে এখন প্রতিদিন করোনা সংক্রমণের ঘটনা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।

দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তুর্কি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি রমজান মাসে রেস্টুরেন্ট বন্ধ রাখার পরিকল্পনা করেছে তুর্কি সরকার। এর আওতায় তুরস্কের বেশিরভাগ শহরে লকডাউন চলবে। চলতি সপ্তাহের শেষের দিকে লকডাউন শুরু হবে।

দেশটির প্রেসিডেন্ট এরদোগান জানান, রমজান মাসে লকডাউন থাকবে এবং প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ চলবে। রেস্টুরেন্টগুলো থেকে শুধুমাত্র বাইরে খাবার সরবরাহ করা যাবে।

The post লকডাউনে যাচ্ছে তুরস্ক, রমজানে বন্ধ থাকবে রেস্টুরেন্ট appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3cCYosE

No comments:

Post a Comment