Wednesday, March 31, 2021

করোনার টিকা ছাড়াই রমজানে ওমরা করা যাবে

আন্তর্জাতিক ডেস্ক:

চলতি বছরের রমজানে করোনাভাইরাসের টিকা গ্রহণ ছাড়াই পবিত্র ওমরাহ করা যাবে। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। খবর আরব নিউজের।

টিকা গ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে সৌদি মন্ত্রণালয় এক টুইটারে জানায়, রমজানের সময় ওমরাহ পালনের অনুমতি লাভের জন্য টিকা গ্রহণের শর্তটি প্রযোজ্য হবে না।

অবশ্য চলতি সপ্তাহের প্রথম দিকে মন্ত্রণালয়টি এক বিজ্ঞপ্তিতে জানায়, হজ ও ওমরাহর সাথে জড়িত সব স্টাফকে ১২ এপ্রিলের মধ্যে টিকা দিতে হবে। আর যেসব কর্মী টিকা গ্রহণ করেনি, তারা যে করোনাভাইরাসে আক্রান্ত নয়, ওই মর্মে একটি সনদ জমা দিতে হবে এবং প্রতি সাত দিন পরপর প্রতিষ্ঠানের খরচে তাদের করোনা পরীক্ষা করতে হবে।

এদিকে মিউনিসিপ্যাল, পল্লী ও গৃহায়ণবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য রজমানের সময় সমাবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পালনের জন্য নজরদারি আরো জোরদার করবে।

করোনাভাইরাসের ১১টি ঘটনা জানার পর সৌদি আরবের বিভিন্ন স্থানে ১১টি মসজিদ কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে করোনা শনাক্ত হয়েছে ৫৮৫টি, আর বর্তমানে দেশটিতে মোট করোনা রোগী রয়েছে ৫,২৫৫ জন। এদের মধ্যে ৬৯৩ জনের অবস্থা সঙ্কটজনক। দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা ৩,৯০,০০৭।

 

The post করোনার টিকা ছাড়াই রমজানে ওমরা করা যাবে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3fuXfVI

No comments:

Post a Comment