Friday, January 19, 2024

করোনার নতুন ধরন বাংলাদেশেও শনাক্ত

পাশের দেশ ভারতে আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের নতুন ধরন জেএন-১ বাংলাদেশেও শনাক্ত হয়েছে। পাঁচজনের নমুনা পরীক্ষায় নতুন ধরনটি পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন এ তথ্য জানিয়েছেন।

জেএন-১ উপধরন শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে ঢাকা এবং ঢাকার বাইরের রয়েছেন। প্রত্যেকেই ভালো আছেন। এ নিয়ে উদ্বেগের কিছুই নেই। এদের মধ্যে কারও দেশের বাইরে থেকে আসার কোনো তথ্য নেই। তারা দেশেই ছিলেন।

মাস্ক পরা ও ভ্যাকসিন নেয়ার পরামর্শ

এদিকে করোনা সংক্রমণ বাড়ায় সতর্কতামূলক মাস্ক পরার পাশাপাশি টিকার পরবর্তী ডোজ নেয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর।

১৩ জানুয়ারি অধিফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বেশ কিছু দেশে কোভিড ১৯-এর নতুন ভ্যারিয়েন্ট জেএন.১-এর সংক্রমণ বেড়েছে। এ অবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে যেমন: হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি, যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদের সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেয়া হলো।

উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চতুর্থ ডোজ ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেয়া হলো। সার্জারি অথবা অন্য কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে কেবল কোভিড-১৯ লক্ষণ বা উপসর্গ থাকলে কেভিড-১৯ পরীক্ষা করার পরামর্শ দেয় অধিদফতর।

The post করোনার নতুন ধরন বাংলাদেশেও শনাক্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/DJGIA8e

No comments:

Post a Comment