Thursday, September 8, 2022

শঙ্কা কাটছে না : কবে হবে ইজতেমা?

মুনশী নাঈম:

বিশ্ব লণ্ডভণ্ড করে দেওয়া করোনা মহামারির কারণে গেল দু’বছর ধরে বন্ধ মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। লকডাউনের জড়তা কাটিয়ে সবকিছু সচল হলেও এখনো আলোচনায় আসেনি ইজতেমার প্রসঙ্গ। ২০২৩ সালে ৫৫তম ইজতেমা অনুষ্ঠিত হবে কি হবে না, এই নিয়ে এখনো দ্বিধায় আছেন ধর্মপ্রাণ মুসলমানগণ।

তাবলিগ জামাতের দায়িত্বশীলরা বলছেন, করোনা মহামারির কারণে সরকারি নিষেধাজ্ঞা থাকায় এতদিন ইজতেমার কার্যক্রম বন্ধ ছিল। যেহেতু এবার করোনার তীব্রতা নেই, সেহেতু আশা করি ২০২৩ সালে ৫৫তম ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে।

‘সিদ্ধান্ত এখনো হয়নি’

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন ফাতেহকে জানান, ‘তার কাছে ইজতেমা বিষয়ক কোনো তথ্য নেই। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।’

ইজতেমা কবে হতে পারে জানতে চাইলে ওলামা শূরার পক্ষে বিশ্ব ইজতেমা মাঠের জিম্মাদার ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান ফাতেহের সঙ্গে মুঠোফোনে কথা বলতে চাননি। তিনি জানান, গণমাধ্যমের সঙ্গে ফোনে কথা বলার নিয়ম তাদের নেই। নিয়ম ভেঙ্গে তিনি কথা বলতে পারবেন না। তবে ইজতেমা নিয়ে কেন খোঁজখবর নেয়া হচ্ছে, এই নিয়ে তিনি সন্দেহ পোষণ করেন।

‘মিটিং হয়েছে, ইজতেমা হবে’

তবে সরকারের উচ্চ মহলের সঙ্গে ইজতেমা বিষয়ক মিটিং হয়েছে এবং ইজতেমা হবে মর্মে সিদ্ধান্ত হয়েছে বলে জানান মাওলানা সাদের অনুুসারী মুরুব্বী মাওলানা আবদুল্লাহ। তিনি ফাতেহকে জানান, তিনি মিটিংয়ে ছিলেন। তবে ইজতেমার তারিখ নির্ধারণ হয়নি। কবে হবে, তা তিনি নিশ্চিত না।

ইজতেমার তারিখ ঠিক করার জন্য মুরুব্বীরা জোর চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, তারিখ ঠিক করার জন্য আমরা চেষ্টা করছি। তবে ইতোমধ্যে জেলাভিত্তিক ইজতেমার সিদ্ধান্ত হয়েছে। এই ইজতেমাগুলো হতে থাকবে।’

ইতিহাসে ইজতেমা

প্রথম ইজতেমা ১৯৪১ সালে দিল্লির নিজামউদ্দীন মসজিদের ছোট এলাকা মেওয়াতের নুহ মাদ্রাসায় আয়োজন করা হয়। এতে প্রায় ২৫ হাজার তাবলিগ দ্বীনদার মুসলমান অংশ নেন। এভাবে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে মেওয়াতের বিভিন্ন শ্রেণী-পেশার কিছু মানুষের কাছে দ্বীনের কথা প্রচারের মধ্য দিয়ে তাবলিগ জামাতের যাত্রা শুরু হয়।

বাংলাদেশে ১৯৪৬ সালে ঢাকার রমনা পার্কসংলগ্ন কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের বার্ষিক সম্মেলন বা ইজতেমা প্রথম অনুষ্ঠিত হয়। এরপর ১৯৪৮ সালে চট্টগ্রামে তৎকালীন হাজি ক্যাম্পে ইজতেমা হয়, ১৯৫৮ সালে বর্তমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। তখন এটা কেবল ইজতেমা হিসেবে পরিচিত ছিল। প্রতিবছর ইজতেমায় অংশগ্রহণকারীর সংখ্যা আশাতীতভাবে বাড়তে থাকায় ১৯৬৬ সালে ইজতেমা টঙ্গীর পাগার গ্রামের খোলা মাঠে আয়োজন করা হয়। ওই বছর স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেওয়ায় ‘বিশ্ব ইজতেমা’ হিসেবে পরিচিতি লাভ করে।

১৯৬৭ সাল থেকে বর্তমান অবধি (২০১১ সাল থেকে দুই পর্বে) ‘বিশ্ব ইজতেমা’ টঙ্গীর কহর দরিয়াখ্যাত তুরাগ নদের উত্তর-পূর্ব তীরসংলগ্ন ডোবা-নালা, উঁচু-নিচু মিলিয়ে রাজউকের হুকুমদখলকৃত ১৬০ একর জায়গার বিশাল খোলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম-শহর-বন্দর থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবং বিশ্বের প্রায় ৫০ থেকে ৫৫টি দেশের তাবলিগি দ্বীনদার মুসলমান জামাতসহ ২৫ থেকে ৩০ লক্ষাধিক মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশ নেন। সাধারণত প্রতিবছর জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের শুক্রবার আমবয়ান ও বাদ জুমা থেকে বিশ্ব ইজতেমার কার্যক্রম শুরু হয়।

The post শঙ্কা কাটছে না : কবে হবে ইজতেমা? appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/Le6XojW

No comments:

Post a Comment