Wednesday, June 29, 2022

 আরব দেশে হজের ব্যয় বৃদ্ধি: কোন দেশে কত বাড়ল

রাকিবুল হাসান নাঈম:

২০১৯ সালে বিশ্বের ২৫ লাখ মুসলিম হজ পালনের সুযোগ পেলেও পরবর্তী দুই বছর করোনার বিধিনিষেধের কারণে কেবল সৌদির কিছু মুসল্লি হজ পালন করতে পেরেছেন। এর মধ্যে ২০২০ সালে মাত্র এক হাজার মুসল্লি এবং ২০২১ সালে করোনার প্রকোপ কিছুটা কমে আসায় সৌদিতে অবস্থানকারী বিদেশিসহ ৬০ হাজার মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছিলেন। তবে এ বছর করোনার টিকা নেওয়া আছে এমন মুসল্লিরা যে কোনো দেশ থেকেই সৌদি আরবে এসে হজ পালনের সুযোগ পাচ্ছেন। চলতি বছরের এপ্রিল থেকে সৌদি আরবে করোনার বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। করোনার প্রকোপ কমে যাওয়ায় এ মওসুমে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের ১০ লাখ মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। আগামী ৭ জুলাই থেকে সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। এ বছর বিশ্বের সব দেশেই বেড়েছে পবিত্র হজের ব্যয়। আরব দেশগুলোও এ বাড়তি খরচের বাইরে নয়। জ্বালানির মূল্যবৃদ্ধি পাওয়ায় এবং সৌদি আরব হজযাত্রীদের কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করায় এ বছর হজের খরচ বেড়েছে।

কেন বেড়েছে হজযাত্রার ব্যয়

এই মওসুমে হজের উচ্চ খরচের জন্য বেশ কয়েকটি কারণ দায়ী। এরমধ্যে কিছু বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত এবং অন্যগুলো সৌদি আরবের উচ্চব্যয় এবং ফি সম্পর্কিত। সিরিয়ার হজ উচ্চ কমিটি উচ্চব্যয়ের জন্য ৫টি কারণ চিহ্নিত করেছে।

১. বৈশ্বিক মুদ্রাস্ফীতি, যা বিভিন্ন মূল্যকে প্রভাবিত করে। এবার বিশেষ করে এটি সৌদি আরবের বাসস্থান এবং খাবারে প্রভাব ফেলেছে।

২. বাধ্যতামূলক পরিষেবার দাম বৃদ্ধি। যেমন এরমধ্যে রয়েছে শেয়ারিং পরিষেবা এবং পরিবহন পরিষেবা।

৩. নতুন বাধ্যতামূলক পরিষেবা যোগ করা। যেমন জরুরি সেবা, স্বাস্থ্য বীমা এবং ভিসা ফি।

৪. সৌদি আরবে মূল্য সংযোজন করের হার ৫% থেকে ১৫% বৃদ্ধি করা হয়েছে।

৫. বিশ্বের সমস্ত কোম্পানিতে এয়ারলাইন টিকিটের মূল্য বাড়ানো হয়েছে।

নিচে ১৯ টি আরব দেশের হজের খরচের বিশদ বিবরণ তুলে ধরা হলো। এবারের হিসাব প্রতিতুলনা করা হয়েছে ২০১৯ সালের হজের খরচের সঙ্গে। তালিকাটি দেখলেই স্পষ্ট হয়ে যাবে কোন দেশের খরচ কত বেড়েছে।

কোন দেশে কত বেড়েছে

এবার সৌদি হাজিদের খরচ হচ্ছে ১০২৩৮ রিয়াল (২৭২৮ ডলার) থেকে ১৪৭৩৭ হাজার রিয়াল (৩৯২৭ ডলার)। সংযুক্ত আরব আমিরাতে হজের ন্যূনতম খরচ ধরা করা হয়েছে ২৫ হাজার দিরহাম। বিলাসবহুল হজভ্রমণের খরচ পড়বে ৬০ হাজার দিরহাম। আমিরাতে ২০১৯ সালে এই খরচ ১৮ হাজার থেকে ৪৫ হাজার দিরহামের মধ্যে ছিল। এদেশে হজের খরচ ৩৩% থেকে ৩৮% বৃদ্ধি পেয়েছে।

কাতারি হাজিদের হজের খরচ হবে ৩২০০০ কাতারি রিয়াল (৮৭৮৮ ডলার) থেকে শুরু করে ৭০০০০ রিয়াল (১৯২২৫ ডলার) পর্যন্ত। কুয়েতি হাজিদের হজের সর্বনিম্ন খরচ হল ১৬৫০ কুয়েতি দিনার (৫৩৭৫ ডলার)। আগের মওসুমে এই খরচ ছিল প্রায় ১৩০০ দিনার (৪২৩৪ ডলার)। কুয়েত হজ ও ওমরার সুপ্রিম কমিটির তথ্যানুসারে, এ বছর হজের খরচ প্রায় ২৭% বৃদ্ধি পেয়েছে। এই বছর কুয়েতে হজের খরচ ২২৫০ দিনার (৭৩২৯ ডলার) থেকে ৩০০০ দিনার (৯৭৭২ ডলার) এর মধ্যে থাকবে। যা গত হজ মৌসুমের তুলনায় ৩০% বৃদ্ধির ইঙ্গিত করে।

ওমান থেকে মদিনা পর্যন্ত আকাশপথে হাজিদের রাহা খরচ ৭৫৭৭ সৌদি রিয়াল (২০১৯ ডলার), জেদ্দা গেলে বিমান পথের খরচ ৭৩৮০ সৌদি রিয়াল (১৯৬৬ ডলার), এবং স্থলপথে মদিনা বা মক্কায় গলে খরচ ৫৯১৫ রিয়াল (১৫৭৬ ডলার)।

এই মওসুমে ইয়েমেনি হাজিদের খরচ নির্ধারণ করা হয়েছে ১২৮২০ সৌদি রিয়াল (৩৪১৬ ডলার)। মহামারীর আগে গত মৌসুমে ইয়েমেনে হজের গড় খরচ ছিল ২৩০০ ডলার। ইয়ামানি ধর্ম মন্ত্রণালয়ের মতে, গত মওসুমের তুলনায় এবার ৩০% খরচ বৃদ্ধি পেয়েছে।

ইরাকি হাজিদের আকাশপথে হজের খরচ প্রায় ৪২০০ ডলার এবং স্থলপথে হজের খরচ ৩৪৫০ ডলার পড়বে। ২০১৯ সালে স্থলপথে এই খরচ ছিল ২৫৩৫ ডলার, আকাশপথে খরচ ছিল ৩,৩২২ ডলার। গত মওসুমের তুলনায় এবারের খরচ আকাশপথে ২৬.৪% এবং স্থলপথে ৩৬% বৃদ্ধি পেয়েছে।

ফিলিস্তিনের পশ্চিম তীরের হাজিদের খরচ পড়বে ২৭০০ জর্দানিয়ান দিনার (৩৮০৮ ডলার) থেকে শুরু করে ২৮০০ জর্ডানিয়ান দিনার (৩৯৪৯ ডলার) পর্যন্ত। গাজা থেকে খরচ পড়বে প্রায় ৩২০০ দিনার (৪৫১৩ ডলার)। এখানে খরচ বাড়ার কারণ বিভিন্ন ক্রসিং, ভ্রমণ ফি। জর্ডানের ধর্ম মন্ত্রণালয় ফিলিস্তিনিদের হজযাত্রা দেখাশোনা করে।

এই মওসুমে সিরিয়ার হাজিদের খরচ ৩৭০০ ডলার পড়বে। ২০১৯ সালের শেষ হজ মৌসুমে এটি ছিল প্রায় ৩ হাজার ডলার। গত মওসুমের তুলনায় এবার খরচ ২৩% বৃদ্ধি পেয়েছে।

জর্ডানে এই মরসুমে হজের খরচ পড়ছে ২০০০ দিনার (২৮২০0 ডলার) থেকে ২২০০ দিনার (৩১০৩ ডলার) পর্যন্ত। গত মওসুমে এই খরচ ছিল প্রায় ২১০০ দিনার (২৯৬১ডলার)। এবার খরচ বেড়েছে প্রায় ৫%।

লেবাননে এ বছর হজের খরচ ছিল সর্বনিম্ন ৬ হাজার ডলার। এবং তা বেড়ে ১২ হাজার ডলার হতে পারে। ২০১৯ সালে খরচ ছিল ২৩০০ থেকে ৩ হাজার ডলার। গত মওসুমের তুলনায় এবার খরচ ১৬০% থেকে ৩০০% বেড়েছে।

মিশরের হাজিদের এই মওসুমে হজের খরচ ৮২০০০ পাউন্ড (৪৩৭৫ ডলার) থেকে শুরু করে ১৭৭৫০০ পাউন্ড (৯৪৪৫ ডলার) পর্যতন্ত পড়বে। গত মওসুমের তুলনায় খরচ এবার ৩০% থেকে ৪০% বৃদ্ধি পেয়েছে।

এই মওসুমে সুদানী হাজিদের জন্য সর্বনিম্ন খরচ হল দুই মিলিয়ন ১১৭ হাজার সুদানিজ পাউন্ড (৪৬৩৭ ডলার)। সর্বোচ্চ খরচ দুই মিলিয়ন ৮৫৭ হাজার পাউন্ড (৬২৫৮ডলার)।

এ বছর লিবীয় হজযাত্রীদের সম্পূর্ণ খরচ বহন করবে দেশটির সরকার। এ জন্য দেশটির সরকার ২০ কোটি দিনার বা ৪ কোটি ১৫ লাখ ২০ হাজার ৮০০ মার্কিন ডলার বরাদ্দ রেখেছে।

তিউনিসিয়ার হাজিদের এই মৌসুমে হজের খরচ ধরা করা হয়েছে ১৬৪০০ দিনার (৫২৭৯ ডলার)। ২০১৯ মৌসুমে এটি ছিল১৩৮৯৬ দিনার (৪৪৭৩ডলার)। গত মওসুমের তুলনায় এবার খরচ প্রায় ১৮% বৃদ্ধি পেয়েছে।

আলজেরিয়ার হাজিদের হজের খরচ৮৫৬০০০ দিনার (৫৮৬৬ ডলার) নির্ধারণ করা হয়েছে। ২০১৯ সালে এটি ছিল ৫৬৫০০০ দিনার (৩৮৭২ডলার)। তার মানে এই বছরের জন্য খরচ ৫১.৫%।

মরক্কোতে এই মৌসুমে হজের খরচ নির্ধারণ করা হয়েছিল ৬৩৮০০ দিরহাম (৬৩৩৭ ডলার)। গত হজ মৌসুমে এই পরিমাণ ছিল ৪৬৫৫১ দিরহাম (৪৬২৩ ডলার)। এবার খরচ ৩৭% বৃদ্ধি পেয়েছে।

মৌরিতানিয়ায় এই বছর হজের খরচের পরিমাণ ছিল ২২৩০০০ আউন্স (৬১০৬ ডলার)। ২০১৯ সালে এই খরচের পরিমাণ ছিল ১৪৯২০১আউন্স (৪০৮৫ ডলার)। এবার খরচ ৪৯% বৃদ্ধি পেয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

The post  আরব দেশে হজের ব্যয় বৃদ্ধি: কোন দেশে কত বাড়ল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/krdVeKa

No comments:

Post a Comment