Saturday, May 9, 2020

ডেঙ্গু-করোনা একসঙ্গে সামলানো কঠিন হবে: ডা. রিয়াজ মোবারক

ফাতেহ ডেস্ক:

ডেঙ্গু-করোনা একসঙ্গে সামলানো কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন ঢাকা শিশু হাসপাতালের আইসোলেশন ইউনিটের প্রধান অধ্যাপক ডা. রিয়াজ মোবারক। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ডা. রিয়াজ মোবারক বলেন, এডিস মশার বংশবিস্তার রোধের এখনই সময়। বৃষ্টি হলে মশার বংশবিস্তার ত্বরান্বিত হবে। একদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, এর মধ্যে ডেঙ্গুজ্বর হানা দিলে বিপদ বাড়বে। ডেঙ্গু-করোনা একসঙ্গে সামলানো কঠিন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, সরকারি কার্যক্রম চালু রাখতে হবে। পরিচ্ছন্নতা কর্মীদের নিরাপত্তা দিয়ে কাজে নামাতে হবে। নয় তো ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লে সামলানো কঠিন হবে। কারণ আগে থেকে হাসপাতালে করোনা রোগী ভর্তি রয়েছে। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি যদি করোনায় আক্রান্ত হন তাহলে পরিস্থিতি জটিল হয়ে যাবে।

The post ডেঙ্গু-করোনা একসঙ্গে সামলানো কঠিন হবে: ডা. রিয়াজ মোবারক appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2LhidY0

No comments:

Post a Comment