ফাতেহ ডেস্ক
সুপার সাইক্লোন ‘আম্পান’ মোকাবেলা ও মানুষের জানমাল রক্ষায় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২০শে মে) সকালে, গণভবনে জাতীয় দুযোর্গ ব্যবস্থাপনা কাউন্সিলের বৈঠকে এ কথা জানান প্রধানমন্ত্রী।
এসময় তিনি আরো জানান, করোনাভাইরাস মহামারির মধ্য এই দুর্যোগ সর্বশক্তি দিয়ে মোকাবেলা করা হবে। মানুষের জান-মালের যাতে কোন ক্ষতি না হয় সেদিকে দৃষ্টি রাখার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে গত মঙ্গলবার থেকে সুপার সাইক্লোন আম্পান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইতিমধ্যেই ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। আজ সন্ধ্যা ৬টা নাগাদ সুন্দরবন দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে এই সুপার সাইক্লোন। এজন্য মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া, চট্টগ্রাম সমুদ্র বন্দর ও কক্সবাজারে ৯ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।
-এ
The post মানুষের জানমাল রক্ষায় সব ব্যবস্থা নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2ALI2gS
No comments:
Post a Comment