Saturday, May 16, 2020

একদিনে পুলিশ বাহিনীতে রেকর্ড আক্রান্ত

ফাতেহ ডেস্ক

দেশে করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছে যে পুলিশ বাহিনী, সাধারণ মানুষের পর তারাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল পর্যন্ত) পুলিশ বাহিনীর ২৪১ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এটাই সর্বোচ্চ সংখ্যা। এর আগে একদিনে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা ঘটেছিল চলতি মাসের ১১ তারিখে, ২০৭ জন।

এ নিয়ে পুলিশ বাহিনীতে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৮২ জন। প্রাণহানি ঘটেছে ৭ পুলিশ সদস্যের। সুস্থ হয়ে উঠেছেন ৩৬১ জন।

পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ডিএমপির সদস্য আছেন ৪১ জন। এর মধ্যে আছেন দুই জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি)। এছাড়া বাকি সবাই মাঠ পর্যায়ের কর্মকর্তা। সারা দেশেও একই চিত্র, যারা মাঠে কাজ করছেন তারাই আক্রান্ত হচ্ছেন সবচেয়ে বেশি।

বিশেষায়িত পুলিশ হাসপাতাল ছাড়াও করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য রাজধানীর ইমপালস হাসপাতাল ভাড়া করা হয়েছে দিনকয়েক আগে। এছাড়া আক্রান্ত সদস্যদের সার্বিক দেখভাল করার জন্য কয়েকটি বিশেষ টিম গঠন করা হয়েছে বাহিনীর পক্ষ থেকে।

-এ

The post একদিনে পুলিশ বাহিনীতে রেকর্ড আক্রান্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2WA9HcU

No comments:

Post a Comment