ফাতেহ ডেস্ক
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমামুল কবীর শান্ত।
শনিবার সকাল ৮টায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে মারা যান এই বীর মুক্তিযোদ্ধা।
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৮টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভেন্টিলেশন ব্যবস্থা খুলে দিয়ে ইমামুল কবীর শান্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সম্প্রতি করোনার লক্ষণ-উপসর্গ থাকায় ইমামুল কবীরকে প্রথমে ল্যাবএইড ও পরবর্তীতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৭ মে রাত ১০টায় তাকে সিএমএইচে নেওয়া হয়।
দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৮২ জনের।
-এ
The post করোনায় সুন্দরবন কুরিয়ারের প্রতিষ্ঠাতা ইমামুল কবীরের মৃত্যু appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/36GidL4
No comments:
Post a Comment