Monday, May 18, 2020

মক্কায় একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্ত

ফাতেহ ডেস্ক

পবিত্র মক্কা নগরীতে মরণঘাতী করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার থেকে রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ৫৫৭ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টা সময়ে সৌদি আরবে নুতুন করে দুই হাজার ৫৯৩ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এ সময় দেশটিতে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৫৭ হাজার ৩৪৫ জন। মারা গেছে ৩২০ জন।

রোববার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় সৌদিতে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে মক্কায়, ৫৫৭ জন। এরপরেই আছে রাজধানী রিয়াদ ও আরেক পবিত্র নগরী মদিনা। এই দুই স্থানে যথাক্রমে রোগী পাওয়া গেছে ৪৮৮ ও ৩৯২ জন।

এছাড়া সৌদি বন্দরনগরী জেদ্দায় পাওয়া গেছে ৩৫৭ জন, দাম্মামে ২৮৬ জন, হুফুফে ১৪৯ জন, তায়েপে ৮১ জন, আল খোবারে ৫১ জন, ক্বাতিপে ২৪ জন, তাবুকে ১৫ এবং জাহারানে ১৫ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

গত ১৬ মে পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী দেশটিতে ৯৬ জন প্রবাসী বাংলাদেশির দেহে প্রাণঘাতী এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

-এ

The post মক্কায় একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3bJFbl6

No comments:

Post a Comment