ফাতেহ ডেস্ক
ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার সময় বিভিন্ন জেলার মানুষকে উল্টোপথে আবারো ঢাকায় পাঠিয়ে দিচ্ছে মানিকগঞ্জ জেলা পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পাটুরিয়া ও মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। বিকেলে পাটুরিয়া ও মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে দুটি মিনিবাসে ৩৫ জন যাত্রীকে ঢাকায় পাঠানো হয়। এরা ঢাকা থেকে মানিকগঞ্জে এসে পায়ে হেটে পাটুরিয়া ফেরিঘাটের দিকে যাচ্ছিল।
করোনা ভাইরাসের কারণে জেলায় চলমান লকডাউনকে জোরদাড় করতে এই কার্যক্রম হাতে নিয়েছে জেলা পুলিশ। পুলিশের পক্ষ থেকে ভাড়া দিয়েই তাদেরকে ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো: হাফিজুর রহমান।
তিনি জানান, এক জেলা থেকে অন্য জেলা বা উপজেলাতে এখন প্রবেশ নিষেধ থাকলেও ঢাকা ও আশপাশ থেকে অনেক মানুষ পাটুরিয়া ফেরি ঘাটের উদ্দ্যেশে যাচ্ছিল। যানবাহন না চলাচলের কারণে অনেকে পায়ে হেটেই পাটুরিয়া ঘাটে যাচ্ছিলেন। পায়ে হাটা এসব মানুষকে ঢাকার দিকেই ফেরত পাঠানো হয়েছে।
এদিকে আজ সকাল ৯ টা থেকে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল।
-এ
The post ঢাকা ছেড়ে যাওয়াদের আবার ঢাকায় পাঠানো হচ্ছে appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3g0pYjj
No comments:
Post a Comment