ফাতেহ ডেস্ক
দেশে একদিনে রেকর্ড ১,২৭৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্ত ২২ হাজার ছাড়িয়েছে। এই সময়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
বাংলাদেশে গত ৮ মার্চ কভিড-১৯ আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর রোববার মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২২,২৬৮ জন। আক্রান্তদের অধিকাংশই ঢাকা বিভাগের।
চব্বিশ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩২৮ জন। শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১.৪৭ শতাংশ।
নতুন ২৫৬ জন সুস্থ হওয়ায় মোট আরোগ্যের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৩৭৩ জন। আক্রান্তের বিবেচনায় সুস্থতার হার ১৯.৬৪ শতাংশ।
করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোববার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
চব্বিশ ঘণ্টায় দেশের ৪২টি ল্যাব থেকে করোনার নমুনা সংগ্রহ করা হয় ৮,৫৭৪টি, পরীক্ষা করা হয় ৮,১১৪টি।
চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ২৭৬ জনকে, ছাড় পেয়েছেন ৭৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩,২৪৮ জন; এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১,৬০৪ জন।
একদিনে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৩,৬৩৪ জনকে; ছাড় পেয়েছেন ২,৩৫৮ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪৯ হাজার ৪১৭ জন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে সূত্রপাতের পর করোনাভাইরাস এর মধ্যে বিশ্বজুড়ে কেড়ে নিয়েছে ৩ লাখ বেশি মানুষের প্রাণ। আক্রান্ত ছাড়িয়েছে ৪৬ লাখ।
-এ
The post দেশে করোনা রোগী ২২ হাজার ছাড়াল, মৃত্যু ৩২৮ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2ZcJdzR
No comments:
Post a Comment