ফাতেহ ডেস্ক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তহবিল বন্ধের হুমকি দিয়ে একটি চিঠি টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৮ মে) টুইট করা ওই চিঠিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুসকে সম্বোধন করে বলেন—
ডব্লিউএইচও ‘যদি আগামী ৩০ দিনের মধ্যে বড় ধরনের উন্নতি করার প্রতিশ্রুতি না দেয় তবে আমি স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া তহবিল বন্ধ করে দেব। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ নিয়েও পুনর্বিবেচনা করব।’
করোনাভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে ডাব্লুএইচওর প্রতিক্রিয়া সম্পর্কে পর্যালোচনা করে ট্রাম্প বলেন, আমি অনেক গুরুতর উদ্বেগের সত্যতা নিশ্চিত করেছিলাম এবং শনাক্ত করেছিলাম— যা কিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার করা উচিত ছিল। বিশেষত চীন কর্তৃক বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাধীনতার পর্যাপ্ত অভাব রয়েছে।
এর আগে হোয়াইট হাউসে ট্রাম্প ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চীনের পুতুল’— বলে আক্রমণাত্মক মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বছরে প্রায় ৪৫০ মিলিয়ন ডলার দেয়। এটি যে কোনো দেশের তুলনায় বৃহত্তম অবদান।
-এ
The post ডব্লিউএইচও’র তহবিল বন্ধের হুমকি দিয়ে ট্রাম্পের চিঠি appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3bNaJGS
No comments:
Post a Comment