ফাতেহ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবনে স্বাস্থ্যসেবা সম্পর্কিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় স্থানীয় জনপ্রতিনিধিদের কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে আরও বেশি সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা সেবা দেয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।সভায় স্বাস্থ্যসেবা সম্পর্কিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির নেয়া করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিভিন্ন বিষয়ের পর্যালোচনা করা হয়।
সভায় কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এপ্রিলের ১৯ তারিখে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১৭ সদস্যের জাতীয় কারিগরি পরামর্শক কমিটি গঠন করা হয়।
-এ
The post স্থানীয় জনপ্রতিনিধিদের করোনা সংক্রমণ প্রতিরোধে সম্পৃক্ত করতে হবে appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2ZPvFdZ
No comments:
Post a Comment