Sunday, May 17, 2020

ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে ইউরোপীয় ফতোয়া কাউন্সিল

ফাতেহ ডেস্ক

ইউরোপীয় ফতোয়া কাউন্সিল জ্যোতির্বিদ্যার গণনার উপর ভিত্তি করে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে।

কাউন্সিল অফ ইউরোপীয় ফতোয়া ও গবেষণা (ECFR) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে যে, আমরা আশা করছি আগামী ২৪ মে ঈদুল ফিতর হবে।

এই কাউন্সিলটি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অবস্থিত। বিবৃতিতে বলা হয়েছে, ২২শে মে স্থানীয় সময় ২০:৩৯টায় পবিত্র মক্কায় শাওয়াল মাস শুরু হবে।

সুতরাং, ২২মে শুক্রবার সন্ধ্যার আগে খালি চোখে বা মক্কার আধুনিক সরঞ্জামগুলির সহায়তায় চাঁদ দেখা অসম্ভব। অতএব, রবিবার ২৪শে মে ঈদুল ফিতর হবে।

এদিকে, উত্তর আমেরিকা জুরিসপ্রুডেন্স কাউন্সিল (FQNA) এর আগে ঘোষণা করেছে যে, আগামী ২৪শে মে ঈদুল ফিতর হবে। করোনারি হার্ট ডিজিজের ক্রমাগত বিস্তারকে কেন্দ্র করে কাউন্সিলটি মুসলমানদের নিজ বাড়িতে ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানিয়েছে।

উত্তর আমেরিকা জুরিস্প্রেডেন্স কাউন্সিল এই বিবৃতিতে আরও জানিয়েছে, ইসলামিক কেন্দ্রগুলো অনলাইনে ধর্মীয় বক্তৃতা সম্প্রচার এবং লাইভ করতে পারে। এই কেন্দ্রগুলোর আলেমগণ নিজেদের সমাজের সদস্যদের জন্য সঠিক সময়ে বাড়ি থেকে ধর্মীয় খুতবা দিতে পারেন এবং জনগণও নিজ গৃহে ঈদের নামাজ আদায় করতে পারেন এবং একে অপরকে উপহার দিতে পারেন।

-এ

The post ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে ইউরোপীয় ফতোয়া কাউন্সিল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3g2WEsu

No comments:

Post a Comment