উবায়দুল্লাহ ফোয়াদ, কিশোরগঞ্জ থেকে
কিশোরগঞ্জ মধ্য কাতিয়ারচরস্থ আল ইসলাহ সংগঠনের উদ্যোগে বিধবা, এতিম, পথশিশু, প্রতিবন্ধী এবং করোনায় বিপর্যস্ত ১০০ পরিবারের মাঝে ঈদপ্যাকেজ বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার ১২ মে এলাকার তরুণসমাজ এবং প্রবাসীদের সহযোগিতায় এই প্যাকেজ পৌঁছে দেওয়া হয়েছে তাদের ঘরে ঘরে। খাদ্য সামগ্রী হিসেবে ৪ কেজি চাল, ১ কেজি পোলাউ, ১ প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম দুধ, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম তেল এবং ১ কেজি পেয়াজ প্রদান করা হয়।
সংগঠনের সদস্যরা জানায়, দেশের এই মহামারি পরিস্থিতিতে অসহায় ১০০ পরিবারে হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে আমরা যারপরনাই আনন্দিত। দেশের এই সমস্যায় আমাদের সবার কর্তব্য, যার যার অবস্থান থেকে সাধ্য অনুযায়ী গরীব দুঃখীদের পাশে দাঁড়ানো।
আয়োজকরা আরো জানায়, ইনশাঅল্লাহ, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ভবিষ্যতেও ধরণের ত্রাণকাজ অব্যাহত রাখব। যারা এ মহৎ কাজে সহযোগিতা করেছেন সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
-এ
The post ১০০ পরিবারকে ঈদপ্যাকেজ দিল কিশোরগঞ্জ’র আল ইসলাহ সংগঠন appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2WTTHCW
No comments:
Post a Comment