Sunday, May 10, 2020

দেশে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

ফাতেহ ডেস্ক

দেশে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ ৮৮৭ জনের আক্রান্তের মধ্য দিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১৪ হাজার।

চব্বিশ ঘণ্টার হিসেবে করোনাভাইরাসজনিত কভিড-১৯ এ মৃত্যুতেও রেকর্ড হয়েছে রবিবার। একদিনে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৮ জন। এর আগে ৭ মে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছিল।

করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রবিবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশের ৩৬ টি ল্যাবে ৫,৭৩৮টি নমুনা পরীক্ষা করে রেকর্ড ৮৮৭ জনকে কভিড-১৯ এ আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। তাতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৭ জন।

চব্বিশ ঘণ্টায় নতুন ২৩৬ জন নিয়ে মোট আরোগ্য লাভ করেছেন ২,৬৫০ জন। সুস্থতার হার ১৮.১০ শতাংশ; মৃত্যুর হার ১.৫ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ১৪ জনের মধ্যে পুরুষ ১০ জন, নারী ৪ জন। মৃত চার নারীর মধ্যে ৩০-৪০ বছরের মধ্যে একজন, ৫১-৬০ বছরের মধ্যে একজন এবং ৬১-৭০ বছরের মধ্যে দুজন।

মৃত ১০ পুরুষের মধ্যে ৪১-৫০ বছরের মধ্যে চারজন, ৫১-৬০ বছরের মধ্যে দুজন, ৬১-৭০ বছরের মধ্যে তিনজন এবং ৯১-১০০ বছরের মধ্যে একজন।

-এ

The post দেশে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3dxzIiR

No comments:

Post a Comment