ফাতেহ ডেস্ক
করোনাভাইরাস (কভিড-১৯) মহামারী মোকাবিলায় জরুরি নিয়োগ করা দুই হাজার চিকিৎসকের কর্মস্থল ঠিক করে দিয়েছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের নব-নিয়োগ শাখা শনিবার নতুন নিয়োগ পাওয়া এই সহকারী সার্জনদের পদায়নের আদেশ জারি করে।
এতে বলা হয়েছে, এই চিকিৎসা কর্মকর্তারা পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত কেবল কভিড-১৯ এর চিকিৎসায় ‘ডেডিকেটেড’ হাসপাতাল/প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করবেন।
আগামী ১২ মে দুপুরের আগেই তাদের নির্ধারিত কর্মস্থলে যোগ দিতে হবে।
উল্লেখ্য, ৩৯তম বিশেষ বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ না থাকায় ৮ হাজার ১০৭ জন সে সময় নিয়োগের সুপারিশ পাননি।
পরে করোনাভাইরাস সংকটে স্বাস্থ্যসেবা খাতের ওপর অতিরিক্ত চাপ পড়ায় তাদের মধ্যে থেকে দুই হাজার জনকে সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন-পিএসসি।
এর ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৪ মে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, ‘সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত সহকারী সার্জনদের কভিড-১৯ এ আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা প্রদান করতে হবে। এ সময় তার কর্মদক্ষতা সন্তোষজনক কি না, চাকরি স্থায়ীকরণের সময় তা বিবেচনা করা হবে।’
-এ
The post নতুন ২ হাজার চিকিৎসককে করোনা হাসপাতালে পদায়ন appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3cm4vyK
No comments:
Post a Comment