ফাতেহ ডেস্ক
করোনাভাইরাস রুখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া পদক্ষেপকে ‘চরম বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর সিএনএন।
ওবামা তার প্রশাসনের সাবেক কর্মকর্তাদের সঙ্গে আলাপ করার সময় এ মন্তব্য করেন। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত তাঁর সবচেয়ে কঠোর সমালোচনা করে ওবামা বলেন, বর্তমান প্রশাসনের বর্ণবাদী আচরণের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমানো যাচ্ছে না।
বারাক ওবামা বলেন, ট্রাম্প মার্কিন জনগণকে স্বার্থপরতা, অপরকে শত্রু ভাবা, বর্ণবাদী আচরণ ও সমাজবদ্ধ হয়ে না থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষা দিচ্ছেন। দীর্ঘমেয়াদে এসব কুশিক্ষার ভয়াবহ প্রভাবের বিরুদ্ধে মার্কিন জনগণকে লড়াই করতে হবে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা এর আগেও করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের গৃহিত পদক্ষেপের সমালোচনা করে বলেছিলেন, এই মহামারি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের সুসংহত কোনো পরিকল্পনা নেই।
-এ
The post ট্রাম্পের পদক্ষেপ চরম বিপর্যয় ডেকে আনছে: ওবামা appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2WLUWTc
No comments:
Post a Comment