ফাতেহ ডেস্ক
জার্মানে করোনাভাইরাস সংক্রান্ত কিছু বিধিনিষেধ অপসারণের পরে দেশটির সবগুলো মসজিদ আবারও খুলে দেওয়া হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুই মাস আগে বন্ধ হয়ে যাওয়া জার্মান মসজিদগুলো গতকাল ফজরের নামাজের সময় খুলে দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তটি জার্মানে করোনাভাইরাস সংক্রমণ রোধের জন্য বিধিনিষেধ ক্রমান্বয়ে অপসারণের পর গ্রহণ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মাস্ক এবং জীবাণুনাশক ব্যবহারসহ স্বাস্থ্য সংক্রান্ত টিপস মান্য করে মুসল্লিগণ ইবাদতের জন্য মসজিদে প্রবেশ করছেন।
এছাড়াও মুসল্লিগণ সামাজিক দূরত্বও পালন করছেন এবং মসজিদে প্রবেশের পর একে অপরের থেকে দেড় মিটার দূরত্ব বজায় রাখেন।
মসজিদে প্রবেশের পূর্বে কর্তৃপক্ষ কর্তৃক মুসল্লিদের নাম, ঠিকানা এবং বিবরণ লিপিবদ্ধ করা হচ্ছে এবং জীবাণুমুক্ত হওয়ার পরে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
উল্লেখ্য যে, করোনাভাইরাসের বিরুদ্ধে যখন সাড়া বিশ্বের লড়াই করছিল, তখনই জার্মানি সরকার ইবাদতের স্থানসমূহ বিশেষ করে মসজিদ অস্থায়ীভাবে বন্ধের নির্দেশ দিয়েছিল।
-এ
The post খুলে দেওয়া হলো জার্মানের সব মসজিদ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2LeFPfN
No comments:
Post a Comment