Saturday, May 9, 2020

পশ্চিমবঙ্গে ঈদেও লকডাউন জারি রাখার আবেদন ইমাম এসোসিয়েশনের

আন্তর্জাতিক ডেস্ক:

ঈদেও লকডাউন জারি রাখার আবেদন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছে বঙ্গীয় ইমাম এসোসিয়েশন। শনিবার বঙ্গীয় ইমাম এসোসিয়েশনের চেয়ারম্যান মোহম্মদ ইয়াহিয়া রাজ্য সরকারের কাছে এ চিঠি লিখেন। খবর মানবজমিন।

চিঠিতে মোহম্মদ ইয়াহিয়া বলেছেন, ‘ঈদের জন্য লকডাউন শিথিল করার কোনও প্রয়োজন নেই। বরং রাজ্যের স্বার্থে লকডাউন অন্তত ৩০মে পর্যন্ত সরকার বাড়িয়ে দেয়া হোক।’

কলকাতার বৃহত্তম নাখোদা মসজিদের ইমাম শফিক কাশেমি আবারও সাধারণ মুসলিমদের কাছে আবেদনে বলেছেন, ‘আপনারা এতদিন কষ্ট করেছেন। আরও কয়েকটি দিন দেশের স্বার্থে কষ্ট করে বাড়িতে থাকুন।’ ঈদের কেনাকাটার জন্য বাজারে না যাবার অনুরোধ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, কলকাতার মুসলিম অধ্যুষিত বেলগাছিয়া, রাজাবাজার, মেটিয়াবুরুজ, খিদিরপুর প্রভৃতি অঞ্চলের সংক্রমণ নিয়ে উদ্বেগে রয়েছে রাজ্যের স্বাস্থ্য কর্তারা। শনিবার পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৮৬ জন। শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১০৮ জন। আর গত ২৪ ঘন্টায় করোনার কারণে মৃত্যু হয়েছে ১১ জনের।

The post পশ্চিমবঙ্গে ঈদেও লকডাউন জারি রাখার আবেদন ইমাম এসোসিয়েশনের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2YRs4M2

No comments:

Post a Comment