Saturday, May 9, 2020

সৌদির বদলে ইউরোপে বিকল্প শ্রমবাজার খুঁজছে বাংলাদেশ

ফাতেহ ডেস্ক:

করোনায় সৌদিতে শ্রমবাজার সংকুচিত হওয়ার আশঙ্কায় ইউরোপে বিকল্প শ্রমবাজার খুঁজছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই সৌদি কর্তৃপক্ষ বিভিন্ন দেশের অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, করোনার কারণে সামনের বছরগুলোতে কাজ হারিয়ে দেশে ফিরতে পারেন অন্তত ১০ লাখ প্রবাসী কর্মী।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মতে, ১৮ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ এক মাসে সৌদি আরব থেকে ৪১ হাজার ৬৬১ কর্মী দেশে ফিরেছেন।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান সমন্বয়ক শরিফুল হাসান বলেন,যে দুই থেকে আড়াই লাখ লোক ফিরে এসেছে তারা আবার তাদের কর্মক্ষেত্রে ফেরত যেতে পারবে কি না বা কাজ পাবে কি না এটি বড় ধরণের আশংকার বিষয়। কোভিড-১৯ এর পাশাপাশি সৌদিতে অবৈধভাবে অবস্থান করা দুই থেকে তিন লাখ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

এদিকে বাজার সংকোচনের এই আভাস আগেই পেয়েছিলো বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, সৌদি আরবের বাজার সংকোচনের আভাস আমরা আগেই পেয়েছিলাম। সেক্ষেত্রে আমরা বিকল্প বাজার খুঁজছি। ইতিমধ্যে ইউরোপের অনেক দেশে আমরা লোক পাঠানো শুরু করেছি।

উল্লেখ্য, ২০১৯ সালের এপ্রিলে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিলেন ১৪৩ কোটি ৪৩ লাখ ডলার। আর এ বছর এপ্রিলে এসেছে ১০০ কোটি ডলারেরও কম। বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির হিসেবে, গত বছর শুধু রেমিটেন্স থেকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে দেড় লাখ কোটি টাকার বেশি আয় করেছে। যা মোট বাজেটেরও প্রায় ৩০ শতাংশ।

The post সৌদির বদলে ইউরোপে বিকল্প শ্রমবাজার খুঁজছে বাংলাদেশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3cm577D

No comments:

Post a Comment