Wednesday, May 13, 2020

১১ ঘণ্টা থেকে ২০ ঘণ্টা পর্যন্ত রোজা বিশ্বের যে দেশে

ফাতেহ ডেস্ক

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ দেশে এ বছর ২৪ এপ্রিল থেকে রোজা শুরু হয়েছে। বাংলাদেশে রমজান মাস শুরু হয়েছে ২৫ এপ্রিল। মহিমান্বিত রমজান এবার এমন একসময়ে এসেছে, যখন বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে প্রতিটি দেশই বিপর্যস্ত, ঘরে বন্দী।

অন্য বছরের মতো এবারের রমজানের আয়োজনে নেই উৎসবমুখর পরিবেশ। আনুষ্ঠানিকতা ছাড়া এবারের রমজান চলছে অনেকটা নীরবে। পরিস্থিতির কারণে অনেকে দেশের মুসলমানদের তারাবিসহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হচ্ছে ঘরে থেকে।

তার পরও মানুষ রোজা রাখছেন। রমজানের কারণে কোনো কোনো দেশে চলমান লকডাউন শিথিলও করা হয়েছে।

২০১৯ সালেও রোজার সর্বনিম্ন সময়কাল ছিলো- ১১ ঘণ্টা, আর সর্বোচ্চ সময় ছিলো- ২০ ঘণ্টার মতো। চলতি বছরও এই সময়ের কাছাকাছি রোজা পালন করতে হবে।

এই বছর সবচেয়ে দীর্ঘ সময়ের রোজা পালিত হচ্ছে ইউরোপের বেশ কয়েকটি দেশে। যেখানে প্রায় ২০ থেকে সাড়ে ১৮ ঘণ্টা পর্যন্ত রোজার সময় দীর্ঘায়িত হচ্ছে। কোনো কোনো দেশে হচ্ছে ১৯ থেকে সাড়ে ১৮ ঘণ্টার রোজা।

আবার একেবারে স্বল্প সময়ের রোজা পালিত হচ্ছে দক্ষিণ আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে। যার সময়কাল মাত্র ১১ ঘণ্টা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার হিসাব অনুযায়ী- নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার দেশগুলোতে স্বল্প সময়ের রোজা পালিত হলেও গ্রিনল্যান্ড ও নরওয়েতে পালিত হচ্ছে দীর্ঘ সময়ের রোজা।

২০ ঘণ্টার রোজা পালিত হচ্ছে– নরওয়ে, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ডে। ১৯ ঘণ্টার রোজা পালিত হচ্ছে- সুইডেন ও জার্মানে।

ডেনমার্ক, পোল্যান্ড, যুক্তরাজ্য, কাজাকিস্তান, বেলজিয়াম এবং সুইজারল্যান্ডে ১৮ ঘণ্টা রোজা রাখছেন মুসলমানরা।

১৭ ঘণ্টার রোজা পালিত হচ্ছে- রুমানিয়া, কানাডা, রাশিয়া, ফ্রান্স, ইতালি ও আফগানিস্তানে।

১৬ ঘণ্টার রোজা পালিত হচ্ছে- স্পেন, পর্তুগাল, গ্রিস, চীন, উত্তর কোরিয়া ও তুরস্কে। এ ছাড়া যুক্তরাজ্যের কয়েকটি রাজ্যসহ মরক্কো, জাপান, ইরান, ইরাক, লেবানন ও সিরিয়াসহ পাকিস্তানের কয়েকটি প্রদেশে ১৬ ঘণ্টার রোজা পালিত হচ্ছে।

প্রায় ১৫ ঘণ্টার রোজা পালিত হচ্ছে– মিসর, ফিলিস্তিন, কুয়েত, ভারত, বাংলাদেশ, ওমান, হংকং, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের কয়েকটি প্রদেশে।

সুদান, ইয়েমেন, ইথিওপিয়া, শ্রীলংকা ও থাইল্যান্ডে ১৪ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, অ্যাঙ্গোলা, ইন্দোনেশিয়া ও কেনিয়াতে রোজার সময় ১৩ ঘণ্টা।

ব্রাজিল ও জিম্বাবুয়েতে যা নেমে এসেছে ১২ ঘণ্টায়। আর সবচেয়ে স্বল্প সময় অর্থাৎ সাড়ে ১১ ঘণ্টার রোজা পালিত হচ্ছে- দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও চিলিতে।

পৃথিবীর বেশিরভাগ দেশে দিন ও রাতের মাঝে দীর্ঘ একটা সময়ের ব্যবধান থাকে। কিন্তু কয়েকটা দেশের ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়।

বিস্ময়কর ওই দেশগুলোতে দিন ও রাতের মধ্যখানে ব্যবধান থাকে মাত্র চার থেকে পাঁচ ঘণ্টা সময়ের।

-এ

The post ১১ ঘণ্টা থেকে ২০ ঘণ্টা পর্যন্ত রোজা বিশ্বের যে দেশে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Wpl4V8

No comments:

Post a Comment