ফাতেহ ডেস্ক
পার্লামেন্টের পরবর্তী অধিবেশনের আগে মিয়ানমারের সব আইনপ্রণেতার করোনাভাইরাস টেস্ট হবে জানা গেছে। এতে কারও রিপোর্ট পজিটিভ আসলে তাকে হাসপাতালে পাঠানো হবে।
মিয়ানমারের পার্লামেন্টের পরবর্তী অধিবেশন ১৮ মে। এর আগে সব সদস্যদের কভিড-১৯ টেস্ট পরীক্ষা করা হবে বলে নিম্ন কক্ষের সদস্য দাও কিন সান হ্লাংয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে মিয়ানমার টাইমস।
“ল্যাবরেটরিতে টেস্টের জন্য ১৩ মে সকল এমপিদের নমুনা নেওয়া হবে। ভাইরাস পরীক্ষায় যাদের রিপোর্ট পজিটিভ আসবে তাদের হাসপাতালে পাঠানো হবে।”
মিয়ানমারের এবারের অধিবেশনে সম্পূরক বাজেট বিল, প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অব কমিউনিক্যাবল ডিজিজ বিল ও সাধারণ নির্বাচনের নিয়মকানুন বিষয়ের ওপর আলোচনা হতে পারে ধারণা করা হচ্ছে। অধিবেশন স্থায়ী হবে দুই সপ্তাহ।
যেসব আইন প্রণেতা প্রত্যন্ত এলাকায় বাস করেন বা শারীরিক জটিলতা রয়েছে তারা চাইলে এই অধিবেশনে নাও যোগ দিতে পারেন।
পরিবারের সদস্য বা ড্রাইভারদের না নিয়ে আসার জন্য আইন প্রণেতাদের বলা হয়েছে বলে জানিয়েছেন দাও কিন সান হ্লাং। তাদের গাড়িও পার্লামেন্ট কম্পাউন্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। এ জন্য ব্যবস্থা করা হবে শাটল বাসের।
মিয়ানমারে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮০ জন; মৃত্যু হয়েছে ছয়জনের।
-এ
The post করোনা টেস্ট হবে মিয়ানমারের সব আইনপ্রণেতার appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/35UAoMB
No comments:
Post a Comment