ফাতেহ ডেস্ক
পবিত্র ঈদুল ফিতরের পাঁচ দিন ছুটির সময়ে দেশজুড়ে ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছে সৌদি আরব। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এক বিবৃতিতে একথা জানিয়েছে।
রমজান মাসের শেষদিকে ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত বলবৎ থাকবে এ কারফিউ। তার আগ পর্যন্ত কেবল মক্কা ছাড়া সৌদি আরবজুড়ে নাগরিকরা স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাইরে চলাফেরা করতে পারবেন। এসময় ব্যবসা-বাণিজ্যও চালু থাকবে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএতে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, মক্কায় এখন পূর্ণ কারফিউ বহাল আছে।
সৌদি আরবে গত ২৬ এপ্রিল মক্কা ও এর আশপাশের এলাকা বাদে অন্যসব জায়গায় কারফিউ শিথিল করা হয়। এর আওতায় ৯টা-৫টা চলাচল এবং দোকানপাট খোলার অনুমতি দেয়া হয়েছিল।
এর আগে ২ এপিল সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্য বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছিল। রমজান মাসের শুরুতে তা শিথিল করা হলেও করোনাভাইরাসের প্রকোপ বেশি এমন এলাকাগুলো পূর্ণ লকডাউনেই রাখা হয়েছিল।
সৌদি আরবে এখন পর্যন্ত ৪২ হাজার ৯২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬৪ জনের।
-এ
The post ঈদের ছুটিতে সৌদি আরবে থাকবে ২৪ ঘণ্টার কারফিউ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2WtloSA
No comments:
Post a Comment