Wednesday, May 13, 2020

দেশে একদিনে ১৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬২

ফাতেহ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১১৬২ জন করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৬৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১৭৮২২ জন।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৭ হাজার ৮৬২টি। দেশে এখন ৪১টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও ৭ জন নারী।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২১৪ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬২ জন।

তিনি বলেন, আমি অতিরিক্ত মহাপরিচালক হলেও এখন মহাপরিচালকের দায়িত্ব পালন করছি।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটে।

-এ

The post দেশে একদিনে ১৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬২ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3fJkLvP

No comments:

Post a Comment