Monday, May 4, 2020

বাশারকে অপসারণে রাশিয়া, তুরস্ক ও ইরানের ঐক্যমত্য!

আন্তর্জাতিক ডেস্ক

বাশারকে অপসারণে রাশিয়া, তুরস্ক ও ইরান ঐক্যমত্যে পৌঁছে যাবে বলে জানিয়েছে রাশিয়ার (আরআইএসি)আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিল। এবং পরবর্তীতে বিরোধী ও বিদ্রোহীদের দ্বারা অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে ক্ষমতার পালাবদল সম্পন্ন করা হবে।

৪ মে মিডল ইস্ট মনিটর তাদের এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার সিদ্ধান্ত গ্রহনকারী কর্তৃপক্ষের ঘনিষ্ঠ (আরআইএসি) সিরিয়াতে বিশেষ জরিপ পরিচালনা করার মাধ্যমে ক্রেমলিনে একটি প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার জনগণ বাশার আল আসাদকে রাষ্ট্রপতি হিসেবে চায় না।

প্রতিবেদনের শুরুতে রাশিয়ার বর্তমান দৃষ্টিভঙ্গির প্রতি সমর্থন জানাতে বলা হয়, রাশিয়া সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের শুরু থেকে নিজেকে বাশারের রক্ষক হিসেবে উপস্থাপন করছে না। বরং বলে আসছে, বাশারের বিষয়ে সিরিয়ার জনগন সিদ্ধান্ত নিবে। তারা বাশারকে চায় কি চায় না!

সিরিয়ার ক্ষমতার পালাবদলের বিষয়ে মস্কোর আগ্রহের বিষয়ে ডয়েচে ভেলের  প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক তেলের বাজারে ধস ও করোনা পরিস্থিতিতে বাশার মস্কোর জন্য বোঝা হয়ে দাড়িয়েছে।

জার্মান এই বার্তা সংস্থা আরো জানায়, সাবেক রুশ কূটনিতিক আলেকজেন্ডার শুমিলিন বলেন, সিরীয় মাথাব্যাথা থেকে রাশিয়ার মুক্ত হওয়া উচিত। সকল সমস্যা শুধু একজন ব্যক্তিকে কেন্দ্র করে। রাশিয়া বাশারকে বারবার কিছুটা রাজনৈতিক ছাড় দেয়ার জন্য চাপ দিয়েছে, যাতে ২০২১ সালে সিরিয়াতে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা যায়। কিন্তু আসাদ তা মানতে নারাজ। এটা বরাবরই পুতিনকে ক্ষুদ্ধ করেছে।

অন্যদিকে রাশিয়ার টাস এজেন্সি তাদের প্রতিবেদনে জানায়, ’রাশিয়া মনে করছে বাশার আল আসাদ সিরিয়াকে নেতৃত্ব দিতে শুধু অক্ষমই নয় বরং বাশার আল আসাদ সিরিয়ার পরিস্থিতিকে আফগানিস্তানের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এটা রাশিয়ার জন্য খুবই  উদ্বেগজ্বনক।’

অন্যদিকে ইরান এখন মার্কিন নিষেধাজ্ঞায় খুবই নাজুক অবস্থানে। ইরান তার সকল ফ্রন্টে নিজের মজবুত অবস্থান আর ধরে রাখতে চাচ্ছে না। কারণ, এতে করে ওয়াশিংটনের সাথে তার চরম ঝুকি কাজ করতে পারে।

অন্যদিকে তুরস্ক সব সময় সিরিয়াতে যেকোন ধরণের উপস্থিতির সমাপ্তি টানার জন্য বাশারের অপসারণকে শর্ত হিসেবে উল্লেখ করে আসছে।

রুশ বার্তা সংস্থা জানায়, সিরিয়ার বিদ্যমান বিদেশী শক্তিগুলো যাতে পরষ্পর সহাবস্থান মেনে নেয়, সেজন্য মস্কো কাজ করে যাচ্ছে। যেখানে সকল পক্ষ নিজেদের প্রভাবিত অঞ্চলে থাকবে। ফলাফল স্বরুপ সিরিয়া, ইরান ও রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত একটি  অঞ্চল হবে , তুর্কি সমর্থিত বিরোধী অঞ্চল হবে একটি এবং ওয়াশিংটন সমর্থিত অঞ্চল হবে আরেকটি।

উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৫৪ সিদ্ধান্ত অনুযায়ী সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তন সম্পন্ন হওয়ার পর সকল বিদেশী শক্তিকে ফিরে যাওয়ার কথা বলা হয়।

রুশ তাস বার্তা সংস্থার বিবেচনায় সকল পক্ষের জন্য এই রাজনৈতিক ব্যবস্থা গ্রহনই ভালো হবে। এবং এতে সকলকে কম মূল্য দিতে হবে।

 

The post বাশারকে অপসারণে রাশিয়া, তুরস্ক ও ইরানের ঐক্যমত্য! appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3dlSDx7

No comments:

Post a Comment