Monday, May 4, 2020

ঈদের ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ কিংবা বাড়ি যেতে পারবেন না

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

এমন নির্দেশনা দিয়ে সাধারণ ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ছুটি ১৬ই মে পর্যন্ত বাড়িয়ে সোমবার (৪ঠা মে) এই প্রজ্ঞাপন জারি করা হয়। এই নির্দেশনার কারণে যে যেখানে দায়িত্ব পালন করছেন সেই অঞ্চলের বাইরে যেতে পারবেন না।

প্রজ্ঞাপনে বলা হয়, ছুটিকালীন জনসাধারণ ও সকল কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে।

জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির বাইরে থাকবেন। ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে আরো বলা হয়, সকল মন্ত্রণালয়, বিভাগ, তাদের নিয়ন্ত্রণাধীন অফিস প্রয়োজন অনুসারে খোলা রাখবে। সেই সঙ্গে তারা তাদের অধিক্ষেত্রের কার্যাবলী পরিচালনার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে।

ঈদ সামনে রেখে সীমিত পরিসরে দোকান ও শপিংমল খোলা থাকবে। সেই সঙ্গে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি, বিকাল ৫টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ করতে হবে।

এদিকে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৮২ জনের মৃত্যু হলো। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরো ৬৮৮ জন। এতে দেশে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৪৩ জনে।

-এ

The post ঈদের ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ কিংবা বাড়ি যেতে পারবেন না appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Wrt9Hs

No comments:

Post a Comment