ফাতেহ ডেস্ক
নভেল করোনাভাইরাসে পৃথিবীব্যাপী মৃত্যুর সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, কভিড-১৯ রোগে ২ লাখ ৫১ হাজার ৫৯ জন মারা গেছেন। মোট আক্রান্ত ৩৫ লাখ ৭৮ হাজার ৩০১ জন। সুস্থ হয়েছেন ১১ লাখ ৬২ হাজার ২৭৯ জন।
যুক্তরাষ্ট্রে গত এক মাসের হিসাবে ২৪ ঘণ্টায় সর্বনিম্ন (১,০১৫ জন) মৃত্যু হলেও রাশিয়ায় আবার একদিনে ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
রাশিয়ার ক্রাইসিস সেন্টার তাদের সর্বশেষ হিসাবে ১০ হাজার ৫৮১ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে। এ ছাড়া ৭৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৬ জনে। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৪৫ হাজার ২২৮ জন। রাশিয়ায় প্রতি দশ লাখে গড়ে ৯৯০ জন করে আক্রান্ত হচ্ছেন।
আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬৯ হাজার ৫৭৯ জন প্রাণ হারিয়েছেন। মোট আক্রান্ত ১২ লাখ ৮ হাজার ১০১ জন।
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্রে জুন নাগাদ প্রতিদিন গড়ে ৩ হাজারের মতো মানুষ মারা যেতে পারেন! এমন শঙ্কার ভেতরও দেশটিতে লকডাউনের নীতিমালা শিথিল করা হচ্ছে।
যে চীন থেকে গত ডিসেম্বরে ভাইরাসটি ছড়িয়েছিল সেখানে স্থানীয় কেউ নতুন করে আক্রান্ত হননি। বিদেশ থেকে ফেরা একজন শুধু হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুর খবরও নেই।
চীনের দাবি অনুযায়ী, তাদের দেশে এখন পর্যন্ত ৪ হাজার ৬৪৩ জন এই রোগে মারা গেছেন। যাদের অধিকাংশ উহানের বাসিন্দা। মোট আক্রান্ত ৮৪ হাজার ৪০০।
চীন ভাইরাসটি নিয়ন্ত্রণে আনলেও আমেরিকার মতো ভুগছে ইতালি, ফ্রান্স এবং স্পেন। ইতালিতে এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৭৯ জন। মোট আক্রান্ত ২ লাখ ১১ হাজার ৯৩৮। স্পেনে মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ৪২৮ জনের। আক্রান্ত ২ লাখ ১৮ হাজার ১১ জন।
ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৩১ হাজার ৮৬৩ জন। মারা গেছেন ২৫ হাজার ২০১ জন। সুস্থ হয়েছেন ৫১ হাজার ৩৭১ জন।
-এ
The post করোনায় পৃথিবীব্যাপী আড়াই লাখের বেশি মৃত্যু appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2W1X8Hd
No comments:
Post a Comment