Monday, May 4, 2020

শপিংমল খুলবে ১০ মে, থাকবে ৪টা পর্যন্ত

ফাতেহ ডেস্ক

করোনা সংকটের পরিস্থিতিতে আগামী ঈদুল ফিতরের আগে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে দোকানপাট ও শপিংমল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ মে থেকে দোকানপাট ও শপিংমল খোলা যাবে। যদিও সোমবার দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠকের পর জানানো হয় যে, আগামীকাল মঙ্গলবার থেকেই দোকানপাট ও শপিংমল বিকাল ৫টা পর্যন্ত খোলা যাবে।

জানা গেছে, সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মো. মুশফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রথমে যে আদেশ দেওয়া হয়, তাতে বিকাল ৫টা পর্যন্ত শপিংমল খোলা রাখার কথা বলা হয়। কিন্তু পরে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

মুশফিকুর রহমান আরো জানান, সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে সীমিত পরিসরে খোলা রাখা যাবে দেশের হাট-বাজার, ব্যবসাকেন্দ্র, দোকান-পাট ও শপিংমলগুলো।

তবে এসব প্রতিষ্ঠান খোলা রাখার ক্ষেত্রে কয়েকটি শর্ত নির্ধারণ করেছে সরকার। সেগুলো হলো-

১. বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোঁয়ার ব্যবস্থা ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

২. শপিংমলে আসা যানবাহনকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে।

৩. বেচাকেনার সময় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি যাবতীয় স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।

৪. বিকাল ৪টার মধ্যে অবশ্যই দোকানপাট এবং শপিংমল বন্ধ করতে হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটের প্রেক্ষাপটে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সোমবার মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে একটি হলো শপিংমল ও দোকানপাট খোলা। এ ছাড়া সাধারণ ছুটি বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত করা হয়েছে।

এ ছাড়া আন্তঃজেলা বাস চলাচল বন্ধ, জনগণের চলাচল নিয়ন্ত্রণ, জরুরি প্রয়োজন ছাড়া রাত ৮টার পর ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়।

-এ

The post শপিংমল খুলবে ১০ মে, থাকবে ৪টা পর্যন্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2SC8Upu

No comments:

Post a Comment