আন্তর্জাতিক ডেস্ক:
চলে গেলেন আবু হুরায়রাতুল আকসা নামে পরিচিত আল-আকসা মসজিদের আশেক গাসসান ইউনুস আবু আইমান৷
‘আবু হুরাইরাতুল আকসা’ ৩ মাস আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন৷০ৌ সোমবার ১৮ জানুয়ারি, ফিলিস্তিনের আররা শহরে তিনি ইন্তেকাল করেন। খবর আল জাজিরা।
আবু আইমান মসজিদুল আকসার মুসল্লিসহ সকল ফিলিস্তিনিদের মধ্যে পরিচিত ছিলেন। কারণ তিনি মসজিদে আকসার পাখি ও বিড়ালগুলির বেশ যত্ন নিতেন এবং নিয়মিত খাবার খাওয়াতেন৷ তিনি মসজিদের আঙ্গিনায় প্রবেশ করলে কিংবা মসজিদ থেকে বের হলেই পাখিরা তাকে দেখে ছুটে আসতো৷ বিড়ালগুলো দৌঁড়ে এসে তার চারপাশে ভীড় জমাতো।
ইজরাইলি আগ্রাসন তাকে বেশ কয়েকবার আল-আকসা মসজিদ থেকে সরিয়ে দিয়েছিলো৷ তবু তিনি সর্বদা হাসিখুশি থাকতেন৷ তবে ইজরাইলি ভীরু সৈন্যরা তার উপর আক্রমণ করার তেমন সাহস পেত না৷
The post মসজিদুল আকসার পায়রাগুলো এতিম হয়ে গেলো appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3bSECJL
No comments:
Post a Comment