আন্তর্জাতিক ডেস্ক:
ইজরাইলি কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইজরাইলের কারাগারে ফিলিস্তিনিসহ সকল বন্দীদের কোভিড-১৯ প্রতিরোধে টিকার আওতায় নিয়ে আসবে। মানবাধিকার সংস্থা, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইসরাইলের অ্যাটর্নি জেনারেলের আহ্বানের পরিপ্রেক্ষিতে ইজরাইলি কারাগার কর্তৃপক্ষ রোববার এক বিবৃতিতে এই ঘোষণা দিল। খবর আলজাজিরা।
ইজরাইল ইতোমধ্যেই তার বিশ লাখের বেশি নাগরিককে অন্তত একবার কোভিড-১৯ টিকার ডোজ সরবরাহ করেছে। এর মধ্য দিয়ে ইজরাইল জনপ্রতি সর্বাধিক টিকাপ্রাপ্ত লোকের দেশে পরিণত হয়েছে। কিন্তু কারাগারে বন্দীরা ছাড়াও ইজরাইল অধিকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা ভূখণ্ডের ফিলিস্তিনি বাসিন্দারা এখনো টিকা পাওয়ার অপেক্ষায় আছে।
প্যালেস্টিনিয়ান প্রিজনারস ক্লাবের তথ্য অনুসারে, ইজরাইলি কারাগারের প্রায় আড়াই শ’ ফিলিস্তিনি বন্দী করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষায় ভাইরাস সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন।
রোববারের বিবৃতিতে ইজরাইলি কারাগার কর্তৃপক্ষ জানায়, কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ টিকার আওতায় নিয়ে আসার পর কারাগারের মেডিক্যাল ও অপারেশন প্রটোকল অনুযায়ী বন্দীদের টিকা দেয়া শুরু হবে। কোনো ব্যবধান ছাড়াই সকল বন্দীকে টিকা দেয়া হবে। যারা টিকা দিতে অস্বীকৃতি জানাবে, তাদের বাধ্যতামূলকভাবে অব্যাহতি পত্রে স্বাক্ষর করতে হবে।
এই বিবৃতির প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক মুখপাত্র জানান, বন্দীদের টিকা সরবরাহের জন্য ইসরাইলের দায়বদ্ধতা আছে।
The post ফিলিস্তিনি বন্দীদের করোনার টিকা দিবে ইজরাইল appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3sA1pjc
No comments:
Post a Comment