ফাতেহ ডেস্ক:
ফ্রিজার ভ্যানে দেশের জেলায় জেলায় যাচ্ছে ভারত থেকে আনা করোনা ভাইরাসের টিকার প্রথম চালান। শুক্রবার থেকে কড়া নিরাপত্তায় ৩৪ জেলায় পাঠানো হয় ২৬ লাখ ৪ হাজার ডোজ টিকা। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের পর সরকারি নির্দেশনা পেলেই টিকা প্রদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের বেক্সিমকো ফার্মার ওয়্যারহাউজ থেকে পাঠানো শুরু হয় ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনা করোনার টিকা। কড়া নিরাপত্তায় শুক্রবার সকাল পর্যন্ত ৩৪টি জেলার উদ্দেশে রওনা হয় ২৬ লাখ ৪ হাজার ডোজ ভ্যাকসিনবাহী ফ্রিজাব ভ্যান।
রাতেই ময়মনসিংহে পৌঁছে যায় করোনার ভ্যাকসিন। প্রথম চালানে ২৭টি কার্টনে ৩ লাখ ২৪ হাজার ভ্যাকসিন পৌঁছানো হয় এখানে। জেলা প্রশাসনের কার্যালয়ের সামনের ইপিআই কেন্দ্রে এসব ভ্যাকসিন গ্রহণ করেন সিভিল সার্জন। টিকা প্রদানের আগ পর্যন্ত কড়া নিরাপত্তায় এখানেই সংরক্ষণ করা হবে টিকাগুলো।
শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা ১২টায় বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে ভ্যাকসিনের প্রথম চালান। প্রথম দফায় বরিশাল জেলার জন্য পাঠানো হয় ১৪ কার্টন টিকা। একইসঙ্গে বরিশাল বিভাগের ৬ জেলার জন্য ৩৩ কার্টনে ৩ লাখ ৯৬ হাজার ডোজ টিকা পাঠানো হলেও এ দফায় টিকা পায়নি পিরোজপুর জেলা।
এছাড়াও, রাজশাহীতে ১ লাখ ৮০ হাজার, নাটোরে ৪৮ হাজার, হবিগঞ্জে ৭২ হাজার, ফরিদপুরে ৬০ হাজার ও ঝিনাইদহে ৬০ হাজার ডোজ ভ্যাকসিন পৌঁছানোর কথা নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কর্মীদের প্রশিক্ষণের পর সরকারি নির্দেশনা পেলেই করোনার টিকাদান কর্মসূচি শুরুর কথাও জানিয়েছেন তারা।
The post জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে করোনা ভ্যাকসিন appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2M7wlap
No comments:
Post a Comment