ফাতেহ ডেস্ক:
ইজরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। এরপর জল গড়িয়েছে অনেক। করোনা বছরে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে এটিই ছিল অন্যতম। সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তিতে নানা শর্ত ছিল দু’পক্ষেরই।
সেই চুক্তির অংশ হিসেবে তেল-আবিব ও আরব-আমিরাতের মধ্যে ভিসা ছাড়াই ভ্রমণের একটি চুক্তি হওয়ার কথা ছিল। এটিকে ভিসা ওয়েভার এগ্রিমেন্ট বা ভিসামুক্ত চুক্তি নামে ডাকা হচ্ছিল এতদিন। এবার সেই চুক্তি থেকে সরে না আসলেও স্থগিত করেছে আরব আমিরাত। সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তিতে মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের এক দিন আগে এ সিদ্ধান্ত নিল মধ্যপ্রাচ্যের দেশটি।
যদিও টাইমস অব ইজরাইল নিজেদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানায়, নতুন করে কোভিড-১৯ সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নিয়েছে দু’পক্ষ।
ওই প্রতিবেদনে বলা হয়, আগামী ১ জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। স্থগিত হওয়া তারিখের আগ পর্যন্ত ইজরাইলি নাগরিকদের ইউএইতে ভ্রমণের আগে এন্ট্রি ভিসা নিতে হবে। এ শর্ত ইসরাইলে ভ্রমণকারী ইউএইর নাগরিকদের জন্যও প্রযোজ্য হবে।
The post ইজরাইল ও আরব আমিরাত ভিসামুক্ত ভ্রমণ চুক্তি স্থগিত appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/39Pz4Ns
No comments:
Post a Comment