ফাতেহ ডেস্ক
ভারতের উপহার হিসেবে বুধবার দেশে আসছে ২০ লাখ ডোজ করোনার টিকা।
বুধবার (২০ জানুয়ারি) দেশে এসে পৌঁছাবে ভারতের উপহার হিসেবে ২০ লাখ ডোজ করোনার টিকা। ভারতের দেয়া এসব করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি চেয়ে ইতিমধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে, সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ভারতের কাছ থেকে উপহার হিসেবে করোনার টিকা পাচ্ছে বাংলাদেশ। যা দ্রুত দেশে পৌঁছাবে।
এদিকে, বাংলাদেশ সরকার ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ৩ কোটি ডোজ অক্সফোর্ডের তৈরি করোনার ভ্যাকসিন কিনতে চুক্তি করেছে। এর মধ্যে প্রথম ধাপে আসবে ৫০ লাখ ডোজ। যা আগামী ২৬ জানুয়ারির মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে।
ভারতের সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার উদ্ভাবিত করোনা ভ্যাকসিনে এশীয় অঞ্চলের উৎপাদক ও সরবরাহকারী।
The post বুধবার দেশে আসছে করোনার টিকা appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/39MeoFW
No comments:
Post a Comment