Saturday, January 30, 2021

বয়স্কদেরও টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

করোনা ভ্যাকসিন নিয়ে নেগেটিভ আলোচনা না করার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় জেলা প্রশাসকের মিলনায়তনে করোনা ভাইরাস ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনে বিশেষ অবহিত করন সভায় এ অনুরোধ করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্রন্ট লাইনের ব্যক্তিদের পর বয়স্কদের দেওয়া হবে টিকা।

এ সময় জেলায় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনে প্রথমে এমপি-মন্ত্রীসহ বিশেষ ব্যক্তিদের আগে নেয়াসহ নানা মত দেন তিনি।

প্রশ্নোত্তরে মন্ত্রী আরও বলেন, গণহারে ভ্যাকসিন দেওয়ার বিষয়েও সুনাম অর্জন করবে। যে ভ্যাকসিন রয়েছে তাতে ৫ লাখ লোককে এখন দেওয়া যাবে বলেও জানান মন্ত্রী।

ভ্যাকসিন দেওয়ার জন্য দেশব্যাপী ৪২ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও যারা ফরম পূরণ করতে পারবে তারা কেন্দ্র আসলে টিকা পাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

The post বয়স্কদেরও টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3oy0jRR

No comments:

Post a Comment