Monday, January 11, 2021

ভারতে ১০টি রাজ্যে বার্ড ফ্লু, সংসদের বৈঠক আজ

ফাতেহ ডেস্ক:

করোনা মহামারির মধ্যেই ভারতে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বার্ড ফ্লু। সব শেষ দেশটির রাজধানী দিল্লি, মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ডেও বার্ড ফ্লু দেখা দিয়েছে। গতকাল রবিবার ওই তিনটি রাজ্যে বেশ কিছু পাখির মৃত্যু হয়েছে। আজ সোমবার ন্যাশনাল ল্যাবরেটরিতে সেসব মৃত পাখির নমুনা পরীক্ষায় বার্ড ফ্লু ধরা পড়েছে। এর আগে আরো ৭ টি রাজ্যে বার্ড ফ্লু মহামারি আকারে দেখা দেয়।

বার্ড ফ্লু নিয়ন্ত্রণের বিষয়ে আজ সোমবার স্থানীয় সময় দুপুর ৩টায় বৈঠকের ডাক দিয়েছে সংসদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটি। রোগ দমনে প্রয়োজনীয় টিকাসহ অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখতে পশুপালন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তলব করেছে ওই কমিটি। জরুরি বৈঠকে বসছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও।

দেশটির পশুপাখি বিষয়ক মন্ত্রী গিরিরাজ সিং আজ সবাইকে “মুরগী যথাযথভাবে রান্না করে খেতে অনুরোধ করেছেন। তিনি মুরগি প্রায় ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না করে খাওয়ার আহ্বান জানিয়েছেন।

হরিয়ানা রাজ্যে সবচেয়ে বেশি পাখির মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যটিতে গত কয়েক সপ্তাহে ৪ লাখেরও বেশি পাখি মারা গেছে। জম্মু-কাশ্মীরেও ছড়িয়ে পড়েছে এ ফ্লু। তবে কোথাও মানবদেহে সংক্রামণের খবর পাওয়া যায়নি।

এর আগে উত্তরপ্রদেশ, কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং গুজরাটে বার্ড ফ্লু ধরা পড়ে। ফলে এসব রাজ্যে বহু পাখির মৃত্যু হয়েছে। বার্ড ফ্লু ধরা পড়ার পর সবচেয়ে বড় পোলট্রি বাজারে মুরগি আমদানি নিষিদ্ধ করেছে দিল্লি সরকার। সম্প্রতি ওই রাজ্যের পারভানি জেলায় মুরুম্বা গ্রামে প্রচুর মুরগি মারা গেছে। নমুনা সংগ্রহের পর তা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। পরীক্ষায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) ধরা পড়েছে।

কেন্দ্র সরকার জানিয়েছে, দেশে বার্ড ফ্লুর সংক্রমণ এখনো মানুষের মধ্যে ছড়ায়নি। তবে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণ করতে হবে। গত শনিবার দেশজুড়ে ১২শ পাখির মৃত্যুর খবর পাওয়া গেছে।

The post ভারতে ১০টি রাজ্যে বার্ড ফ্লু, সংসদের বৈঠক আজ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3icqg8c

No comments:

Post a Comment