ফাতেহ ডেস্ক:
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৮১৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ২০ জন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭১৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ২০ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৮১৯ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৯৬৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৬৮ হাজার ৬৮১ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ কোটি ১৩ লাখ ৭৮ হাজার ৫৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৯ লাখ ৫৪ হাজার ৬৬৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬ কোটি ৫৪ লাখ ২ হাজার ৬৭৮ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৮১৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৪ হাজার ২০ জন।
The post ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭১৮, মৃত্যু ১৬ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2LIZ7gZ
No comments:
Post a Comment