Tuesday, May 5, 2020

করোনার বড় ঝুঁকিতে সিরিয়া : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়া করোনার বড় ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর রয়টার্স।

খবরে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে সতর্ক করে বলেছে, করোনাভাইরাস মহামারি সিরিয়ায় বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে। কারণ এখানে ওষুধ ও মেডিক্যাল সরঞ্জামরে ঘাটতি রয়েছে। এতে বিশেষত দেশটি উত্তরপূর্বাঞ্চলের ২১ লাখ মানুষের জন্য ভয়াবহ স্বাস্থ্য সংকট তৈরি হতে পারে।

গত সোমবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও সতর্ক করে বলেছেন, ‘যদি করোনায় আক্রান্ত বাড়তে থাকে এবং তা অপ্রতুল স্বাস্থ্য সক্ষমতার চেযে বেশি হয় তবে দেশ সত্যিকারে বিপর্যয়ে পড়বে। বর্তমানে আক্রান্তের যে হার তা হঠাৎ করে বেড়ে যেতে পারে এবং আমরা আমাদের সামনে সত্যিকারে বিপর্যায় দেখতে পারে।’

উল্লেখ্য, একমাস আগে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর সিরিয়া সরকার দেশজুড়ে কারফিউ জারি করে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত ৪৪ এবং মৃত্যু ঘটেছে ৩ জনের। দীর্ঘ ৯ বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় যোগাযোগ অবকাঠামো ও স্বাস্থ্য অবকাঠামো পুরোটাই ভেঙ্গে পড়েছে। অর্থনীতি বিপর্যস্ত। এর মধ্যে পশ্চিমা নিষেধাজ্ঞা তো রয়েছেই। অন্যদিকে বিরোধীদের দখলে থাকা অনেক এলাকায় এখনও থেমে থেমে যুদ্ধ হচ্ছে। এ অবস্থায় একটি বিধ্বস্ত দেশ কিভাবে করোনা মোকাবেলা করবে তাই এখন ‍দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।

The post করোনার বড় ঝুঁকিতে সিরিয়া : বিশ্ব স্বাস্থ্য সংস্থা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2W67zte

No comments:

Post a Comment